চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর মাদকের আখড়া হিসেবে পরিচিত সদরঘাট থানার কদমতলী বরিশাল কলোনিতে চার ঘণ্টা ‘ব্লক রেইড’ অভিযান চালিয়েছে শতাধিক পুলিশের একটি দল। এ সময় পুরো কলোনি ঘেরাও করে বিভিন্ন বস্তি থেকে দুই হাজার ৩০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

বুধবার (৩ মে) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চলে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি মর্জিনা বলেন, বরিশাল কলোনিতে মাদকবিরোধী অভিযান (ব্লক রেইড) চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

ডিসি (নর্থ), কোতোয়ালি থানার এসি, সদরঘাট থানার ওসিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে এ ব্লক রেইড অভিযানে অংশ নিয়েছে শতাধিক পুলিশ।

(দ্য রিপোর্ট/এম/মে ৩, ২০১৭)