সহিংসতাকারীদের কঠোর হাতে দমন করা হবে : শাহনেওয়াজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, প্রথম পর্বের উপজেলা নির্বাচনে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচনে কিছু এলাকায় কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ছিনতাইসহ যে সব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো আগামী নির্বাচনগুলোতে যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচনে যে সামান্য ভুল-ত্রুটি হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্পর্কে তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কর্মকর্তারা ইতোমধ্যে অনেককে জরিমানা ও শাস্তি দিয়েছে। প্রতিটি এলাকায় কর্মকর্তারা সুষ্ঠুভাবে প্রার্থীদের আচরণ মনিটরিং করছে।’
এ ছাড়া ২৯ মার্চ টাঙ্গাইল-৮ আসনের নির্বাচন ও বাসাইল নির্বাচন একই দিনে হওয়ায় বাসাইল নির্বাচন পিছিয়ে ৩১ মার্চ করা হতে পারে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/এমএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)