দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রার্থী আর নেতা সংকটে ভুগছে দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ফলে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ১১৭টি উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীই দিতে পারছে না তারা।

জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় অনুষ্ঠিত ৯৭টি উপজেলায় জাতীয় পার্টির একজন প্রার্থীও জিততে পারেনি। উপরন্ত জেলা পর্যায়ের জাপা নেতাদের বিরুদ্ধে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ রয়েছে। আঞ্চলিক নেতারা অধিকাংশই বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করায় কেন্দ্রীয়ভাবে কাউকে প্রার্থী করা যাচ্ছে না।

জাপার একজন প্রেসিডিয়াম সদস্য জানান, জাতীয় পার্টি এখন আর এরশাদের একক রাজনৈতিক দল নয়। নির্বাচনের আগে কাজী জাফরের নেতৃত্বে বড় একটি অংশ নতুন জাপা গঠন করেছে। এরশাদের দ্বিমুখী নীতির কারণে জেলা পর্যায়ের নেতারাও হতাশ। কিছু রওশনের সঙ্গে আঁতাত করেছে। সব মিলিয়ে আগামী কাউন্সিল ও জেলা কমিটি পুনর্গঠনের আগে আর কোনো নির্বাচনে এরশাদ কাউকে সমর্থন দেবেন না।

এ বিষয়ে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় দ্য রিপোর্টকে বলেন, ‘জাপা দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে কাউকে সমর্থন দেবে না। তবে ব্যক্তিগতভাবে কেউ প্রার্থী হতে চাইলে আমাদের আপত্তি নেই।’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি দ্য রিপোর্টকে বলেন, ‘উপজেলা নির্বাচন তো দলীয় নির্বাচন নয়, যে সমর্থন দিতে হবে। তবে আমাদের আনুষ্ঠানিক সমর্থিত প্রার্থী দ্বিতীয় দফায় নেই।’

(দ্য রিপোর্ট/সাআ/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)