দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১২১ সদস্যবিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানীর টয়েনবি সার্কুলার রোডস্থ হোটেল উপবন ইন্টারন্যাশনাল হলরুমে সোমবার সকালে এ নতুন কমিটি নির্বাচন করা হয়।

সংগঠনের জাতীয় কমিটির আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্য থেকে ৯৯ সদস্যের তালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে ৮টি অঞ্চলের ৮জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৭টি, ১০জন যুগ্মসাধারণ সম্পাদকের মধ্যে ৫ জন নির্বাচন করা হয়। এছাড়া ২০ সদস্যবিশিষ্ট সহসম্পাদক পদের ১৭টি পদ ঘোষণা করা হয়েছে। উপস্থিত সদস্যদের নাম প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়।

কাউন্সিলে বক্তব্য রাখেন বিএমএসএফ’র যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল করিম, পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শহীদুল ইসলাম পলাশ, গোপালগঞ্জের হোসাইন আহমেদ কবির, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন টিটু, নরসিংদীর রায়পুরা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, রিফাত হোসেন, সোনারগাঁওয়ের আল আমিন, গৌরনদীর তৌহিদি মাহমুদ তুহিন ও জাকির হোসেন, পার্বতীপুরের মোস্তাফিজুর রহমান বকুল ও মামুনুর রশীদ, মাহবুব হোসেন সৈকত প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা অবিলম্বে সরকার ঘোষিত ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিকদের মাঝে সম্প্রীতি, মুক্তিযুদ্ধপরবর্তী সকল সাংবাদিক হত্যার বিচারসহ ১৪ দফা দাবি ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/পিআর/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)