দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালকারীদের আগুনে দগ্ধ শিশু মনির (১৫) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মানতে হলো তাকে।

বিরোধী দলের ৬০ ঘণ্টা হরতালের প্রথমদিন সোমবার গাজীপুর চৌরাস্তায় একটি কাভার্ড ভ্যানে হরতাল সমর্থনকারীরা আগুন দিলে দগ্ধ হয় মনির। মনিরের দেহের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। মনিরদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার বড় কাঞ্চনপুর গ্রামে। বাবা কাভার্ড ভ্যানচালক রমজান আলী পেশাগত কারণে থাকতেন গাজীপুর শহরে। বাবার কাছেই বেড়াতে এসেছিল ছেলে।

মনিরের বাবা রমজান আলী বলেন, ‘সোমবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তার এক দোকানে মাল নামিয়ে ছেলেকে বলেছিলাম, তুমি গাড়িতে ঘুমাও, আমি আসছি। তারপর গাড়ি থেকে নেমে রাস্তার অবস্থা দেখতে একটু সামনে গেছি। পিছনে তাকিয়ে দেখি আমার গাড়িতে আগুন জ্বলছে। ছেলেকে বের করে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

দুই ভাইয়ের মধ্যে মনির বড়। সে বড় কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।

(দিরিপোর্ট২৪/এস/এমসি/নভেম্বর ০৭, ২০১৩)