চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, রেলস্টেশন সংলগ্ন সিপিতে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী মাসুম বিল্লাহকে মারধর করে সভাপতির অনুসারীরা। তাৎক্ষণিক এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদকের অনুসারীরা জড় হয়ে সভাপতি অনুসারীদের ধাওয়া দিলে তারা শাহজালাল হলে এসে অবস্থান নেয়।
পরে সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ্ আমানত হলে ও সভাপতির অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে দেশিয় অস্ত্রসহ ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে দু’গ্রুপের ৭ জন নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন- সাধারণ সম্পাদক গ্রুপের জামান নুর, সহ-সভাপতি আবুবক্কর (লোকপ্রশসন), এস এম মাসুম খান (ইতিহাস) ও সভাপতি গ্রুপের সাইফুল (একাউন্টিং), আশিক (ব্যাংকিং)ও নাফি (আইন)। বর্তমান ওই দুই হলের সামনে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে আসি এবং পরিস্থি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করি। বর্তমানে পরিস্থি স্বাভাবিক রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ০৪, ২০১৭)