অস্ত্র মামলায় একজনের ১০ বছরের জেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র মামলায় সুলতান (৩০) নামের এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সুলতান রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার আব্দুর রহমানের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন- একই এলাকার মৃত আহম্মদের ছেলে পনির (৩২), আব্দুল কাদেরের ছেলে আব্দুল আকতার (২৮), সিরাজুলের ছেলে দীন ইসলাম (৩৩) ও আফছার উদ্দিনের ছেলে জাকির।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৪ নভেম্বর রাত পৌনে ১১টায় রূপগঞ্জের ভুলতা এলাকার গোলাকান্দাইল থেকে একটি দেশে তৈরি পিস্তলসহ তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। পুলিশের ধারণা, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড অথবা ডাকাতির উদ্দেশ্যে তারা ওই স্থানে সংগঠিত হয়েছিল।
(দ্য রিপোর্ট/এমএম/এফএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)