মমতার বিরুদ্ধে তসলিমার ক্ষোভ টুইটারে
কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
টুইটারে রবিবার পোস্ট করা এক বার্তায় তসলিমা লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আমার বই নিষিদ্ধ করেছেন। প্রকাশক-সম্পাদকরা মমতার রোষানলে পড়ার ভয়ে আমার লেখা ছাপাতে চান না।’
এর আগে, তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করলেও এবারের টুইট বার্তায় বিষোদ্গার যেন বেশি।
তসলিমা লিখেছেন, ‘মমতা ব্যানার্জি আমাকে অপছন্দ করেন কারণ, গোটা মুসলিম সম্প্রদায় আমাকে ঘৃণা করে বলে? না। কারণ,কিছু ধর্মান্ধ মানুষ আমাকে ঘৃণা করেন।’
(দ্য রিপোর্ট/এসএম/একে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)