চট্টগ্রাম অফিস : আগামী রমজানে ছোলা-চিনির পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(৪ মে) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় পণ্য দুটির মূল্য নির্ধারণ করে দেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নগরীর বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলা পাইকারিতে ৭৫ থেকে ৮০ টাকা এবং খুচরা পর্যায়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হবে। প্রতি কেজি চিনি পাইকারিতে ৫৮ থেকে ৬০ এবং খুচরা পর্যায়ে ৬২ থেকে ৬৩ টাকায় বিক্রি হবে।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।

সভা শেষে চট্টগ্রাম জেলা প্র্রশাসক সামসুল আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে রমজানের অন্যতম দুটি পণ্য ছোলা- চিনির পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেছেন, ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী ভাল মানের প্রতিকেজি ছোলা ৮০ টাকা এবং মাঝারি মানের ছোলা ৭৫ টাকায় বিক্রি হবে। খুচরায় বিক্রি হবে ৮৫ ও ৮০ টাকা দরে। একইভাবে প্রতিকেজি চিনি পাইকারিতে ৫৮ থেকে ৬০ এবং খুচরায় ৬২ থেকে ৬৩ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

আগামী শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেছেন, ‘ঈদ পর্যন্ত এই দামে বিক্রি করতে হবে। যারা জেলা প্রশাসনের নির্ধারিত দামে বিক্রি করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসনের পাঁচটি দল নিয়মিত বাজার মনিটরিং করবে বলেও জানান তিনি।

সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, বিএসএম আমদানিকারক আবুল বশর, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/মে ০৪, ২০১৭)