একদিনের সফরে ভোলায় মার্কিন রাষ্ট্রদূত
ভোলা প্রতিনিধি : একদিনের সফরে দ্বীপজেলা ভোলায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম রেজা ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে সোমবার দুপুর আড়াইটার দিকে বৈঠক করেন তিনি।
এর আগে সকালে ড্যান ডব্লিউ মজীনা সাড়ে ১০টার দিকে সি প্লেনযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার খেয়াঘাট এলাকায় অবতরণ করেন। পরে তিনি মার্কিন সংস্থা ইউএসএইডের প্রকল্প ভোলার বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জমান দ্য রিপোর্টকে জানান, মজীনা এই প্রথম ভোলায় এসেছেন। তার নিরাপত্তার জন্য জেলায় ব্যাপক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)