কালিগঞ্জে তিন বাড়িতে ডাকাতি
সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কালিগঞ্জ উপজেলার থালনা গ্রামের কেশব কুমার সরকার, শ্মশান বৈরাগী ও হারান মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুলাল বৈরাগী নামে এক ঘের মালিককে কুপিয়ে গুরুতর আহত করেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
থালনা গ্রামের কেশব কুমার সরকার, শ্মশান বৈরাগী, হারান মণ্ডল জানান, রবিবার রাত দেড়টার দিকে ১২-১৪ জন অস্ত্রধারী ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চাল, ডাল, টাকা, সোনার গহনাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুলালকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
চম্পাফুল ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে ওই গ্রামের নারায়ণ চন্দ্র প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়। ওই পরিবারটি বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্রে চলে গেছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার দুদিন পর একই এলাকার তিন সংখ্যালঘুর বাড়িতে ডাকাতির ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, সোমবার ভোরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)