চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পিতবার (৪ মে) রাত থেকে শুক্রবার (৫ মে) দুপুর পযর্ন্ত এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও বোয়ালখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ থানা এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যানের ভাই ও উপজেলা শ্রমিক লীগের সহ- সভাপতি সাইফুদ্দিন বাপ্পীকে গ্রেফতারে গতকাল রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। এ সময় পুলিশের সদস্যদের উপর হামলা চালিয়ে বাপ্পি পালিয়ে যায়। এরপর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত চেয়ারম্যানের বাড়ি ঘিরে রাখে সিএমপি ও জেলা পুলিশের একাধিক টিম। এ সময় ৪টি অস্ত্র উদ্ধারের কথা জানালেও তদন্তের স্বার্থে বিস্তারিত জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘বাপ্পী তার ভাই বেলাল হোসেনের বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।’

এর আগে গত ১ মে বায়েজিদ থানার দক্ষিণ শহীদনগর এলাকা থেকে দুইটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সাইফুদ্দিন বাপ্পীর বিষয়ে কিছু তথ্য পায় পুলিশ। এরপর বাপ্পীকে গ্রেফতারের জন্য অভিযানে যায় পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে সিএমপি’র পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মোবাশ্বের আহমেদের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযানে আসে। তাদের সাথে বোয়ালখালী থানা পুলিশ অংশ নেয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ০৫, ২০১৭)