আমি খুব পারিবারিক : ক্রজ

৩৯ বয়সী হলিউড অভিনেত্রী পেনালোপি ক্রজ গত জুলাই মাসে দ্বিতীয়বারের মতন মা হয়েছেন। অভিনয়ে এরপর থেকে অনিয়মিত।সময়ের বেশিটা দিচ্ছেন মেয়ে লুনাকে।
পেনালোপি বলছেন, সব সময়ই আমি খুব পারিবারিক। ছোট থেকেই আমি বড় হয়েছি পারিবারিক আবহে।
সবার মত আমাকেও কাজ করতে হবে। তবে পরিবারও আছে। কাজ পরিবার সব কিছুর মধ্রে একটা ভারসাম্য রেখে চলতে হবেতো।
(দিরিপোর্ট২৪/এইচএস/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)