যুক্তরাষ্ট্রের সেলুনে গোলাগুলি, নিহত ২
দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের একটি সেলুনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস ক্রেগ জানান, ওই সেলুনটি জুয়া খেলার স্থান হিসেবে পরিচিত। তবে, বুধবারের এই গোলাগুলির পেছনে জুয়া সংক্রান্ত কোনো কারণ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সেলুনের ভেতরেও বেশ কয়েকটি গুলি ছোড়া হয়। কয়েকজনকে পেছন থেকে গুলি করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার পৃথক দুইটি গাড়িতে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির সন্ধান করছে পুলিশ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ক্রেগ। সূত্র: এএফপি।
(দিরিপোর্ট২৪/ কেএন/ নভেম্বর ০৭, ২০১৩)