দ্য রিপোর্ট প্রতিবেদক : বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য অন্যান্য বারের মতো ২০১৬ সালের অনন্যা পুরস্কার পেলেন ১০ জন। শনিবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন।

১০ ক্যাটাগরিতে ১০ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শিক্ষা ক্যাটাগরিতে পেয়েছেন অধ্যাপক ড. পারভীন হাসান। এ ছাড়া রাজনীতিতে ডা. সেলিনা হায়াৎ আইভী, বিজ্ঞান গবেষণায় ড. জেবা ইসলাম সিরাজ, অভিনয়ে সাবেরী আলম মোতাহের, শোলাশিল্পে নিশা রানী মালাকার, প্রতিবন্ধী অধিকারকর্মী আশরাফুন নাহার মিষ্টি, আদিবাসী অধিকারকর্মী বাসন্তী মুরমী, মুক্তিযুদ্ধ গবেষণায় সুরমা জাহিদ, খেলাধুলায় সাবিনা খাতুন ও অদম্য সাহসীতে তাসমিনা আকতার। তবে অসুস্থতার কারণে সেলিনা হায়াৎ আইভী পুরস্কার প্রদান অনুষ্ঠানে আসেননি।

(দ্য রিপোর্ট/আরএ/এম/এনআই/মে ৭, ২০১৭)