যশোর অফিস : একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেছেন, ‘হেফাজতে ইসলামের ১৩ দফা বাংলাশের সংবিধান পরিপন্থী। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের দাবি মেনে নিলে এদেশ আফগানিস্থান ও জিয়াউল হকের পাকিস্তানে পরিণত হবে। তারা মস্তিস্কে উগ্রো মৌলবাদ লালন করে। এদের পাশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কর্মকান্ডের বৈধতা দিয়েছেন। আমরা ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে হেফাজতের চালানো তান্ডবের বিচার দাবি করছি। সেই ঘটনায় করা মমলাগুলো উজ্জিবিত করার দাবি করছি।’

শনিবার (৬ মে) প্রেসক্লাব যশোরে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রস্তাবিত মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার আইন বিষয়ে নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় শাহরিয়ার কবীর এসব দাবি করেছেন।

শাহরিয়ার কবীর বলেছেন, ‘আগামী নির্বাচন আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই নির্বাচনে জামায়েত ইসলাম অংশ নিতে পারবে না। তাই তারা হেফাজতকে সামনে রেখে তাদের কাজ চালিয়ে নিতে চাইছে। আমাদের এজন্য সবাইকে সতর্ক থাকা দরকার। নইলে আমাদের চরম খেসারত দিতে হতে পারে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ-অর-রশিদ, জেলা গণজাগরণ মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল, ইকবাল কবির জাহিদ, অশোক কুমার রায়, সন্তোষ দত্ত, অ্যাডভোকেট মাহমুদ হাসাল বুলু, আহসানউল্লাহ ময়না, জিল্লুর রহমান ভিটু, অসীম কুমার কুন্ডু, আফজাল হোসেন দোদুল প্রমুখ।

(দ্য রিপোর্ট/এজে/মে ০৬, ২০১৭)