টাঙ্গাইলে জাকারিয়া ও রাসেলের রিমান্ড মঞ্জুর
টাঙ্গাইল প্রতিনিধি : গ্রেফতারকৃত জেএমবির দুই সদস্য জাকারিয়া ও রাসেলকে সখীপুর আমলি আদালতে সোমবার বিকেলে হাজির করা হয়। তাদের রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনিয়া বেগম দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাকারিয়া ও রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে সখীপুর থানায় দুটি মামলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শূরা সদস্য ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়।
ওই হামলায় প্রিজনভ্যানে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর দুই সদস্য আহত হন।
আসামি ছিনিয়ে নেওয়ার পাঁচ ঘণ্টার মাথায় মির্জাপুরের তক্তারচালা এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য দাড়ি কামিয়ে ফেলে সে। কিন্তু গলা, হাত ও পায়ে ডাণ্ডাবেড়ির দাগ দেখে পুলিশ তাকে ধরে ফেলে।
(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)