দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হাজেম বেবলায়ি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। খবর বিবিসির।

তবে বেবলায়ি তার বিবৃতিতে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি।

দেশটিতে গত জুলাইয়ে গণআন্দোলনের জের ধরে সেনাবাহিনী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন বেবলায়ি।

এদিকে, দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা আল-আহরাম অসমর্থিত সূত্রের বরাতে জানিয়েছে, বিদায়ী গৃহসংস্থান মন্ত্রী ইব্রাহিম মিহিলিব পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছেন।

আল-আহরাম জানায়, মন্ত্রিপরিষদের সদস্যরা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মানসুরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আব্দুল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলোচনা করেন।

ফিল্ড মার্শাল সিসি শিগগিরই তার দুই পদ ছেড়ে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারিতে পাস হওয়া নতুন সংবিধান অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)