মুন্সীগঞ্জে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/24/NEWS.....-MUNSHIGANJ-24.02.14.jpg)
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে তার আত্মীয়রা। এ সময় দুজন এসআইসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। রবিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশের চার কনস্টেবলসহ এসআই মো. জসিমউদ্দিন, এসআই মিন্টু মোল্লা, এএসআই আমিনুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, রবিবার রাতে পুলিশ জামালকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরায়। পরে পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে থানার উদ্দেশে রওনা দেয়। পথে জামালের আত্মীয়-স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশকে মারধর করে জামালকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদ জানান, ষোলআনি গ্রামের এক কিশোরী ধর্ষিত ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মেয়েটির বাবা রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত জামালকে গ্রেফতারের জন্য তার বাড়িতে যায় পুলিশের টিম। এর বেশি কিছু বলতে পারবেন না বলে অপারগতা জানিয়েছেন ওসি মামুন।
আহত এসআই মিন্টু মোল্লা বলেন, আমি কিছু জানি না। আমাদের কিছু হয়নি।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)