মেহেরপুর প্রতিনিধি : জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে গরু বোঝাই একটি ট্রলি উল্টে চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাংনীর জোড়পুকুরিয়া বাজার বাসস্ট্যান্ডে ট্রলির ইঞ্জিন খুলে গিয়ে দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের ট্রলিচালক আনারুল ওরফে আলিমুদ্দিন (৩৫), গরু ব্যবসায়ী নওশাদ আলী (৩০), ইনামুল হক (৪২), শাহজাহান আলী (৩৪) ও আতিয়ার রহমান (৪৫)।

আহত আতিয়ার রহমান দ্য রিপোর্টকে জানান, তারা চারজন গরু ব্যবসায়ী কসবা গ্রাম থেকে গরু বোঝাই ট্রলিটি নিয়ে বামন্দি হাটে যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক হয়ে জোড়পুকুরিয়া বাজারে পৌঁছলে হঠাৎ ট্রলির ইঞ্জিন খুলে গেলে ট্রলিটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিজিবির গাড়িযোগে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতদের মধ্যে নওশাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক রেজা আহমেদ।

(দ্য রিপোর্ট/এএকে/এমএইচও/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)