বেনাপোলে মাদকসহ ২ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। রবিবার রাতে বেনাপোল ও পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ইনতাজ আলীর ছেলে রেজাউল ইসলামকে (৩০) এক শ’ পুরিয়া হেরোইন ও ৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ পুটখালী থেকে আটক করে বিজিবি সদস্যরা এবং টাঙ্গাইল জেলার ভুয়াপুর এলাকার আজিজুলের ছেলে রাজিবকে ২০ বোতল ফেনসিডিলসহ পোর্ট থানার সামনে থেকে আটক করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আটককৃতদের সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)