সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে এক জামায়াত নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়নের কয়লার মোড়ের রাইস মিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর হোসেন কলারোয়া উপজেলার জয়নগর গ্রামের অছির উদ্দিনের ছেলে ও জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, কয়লার মোড়ে একটি রাইস মিলের পাশে জামায়াতের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিল। সংবাদ পেয়ে কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারাধন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড শটগানের গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কলারোয়ার আওয়ামী লীগ নেতা জজ মিয়া হত্যামামলার আসামি জাহাঙ্গীর হোসেনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়।

গুলিবিদ্ধ জাহাঙ্গীর হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পায়ে ও ঊরুতে দুটি গুলি বিদ্ধ হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)