গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেলেন মুশাররফ
দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফ মুক্তি পেয়েছেন। ছয়মাস গৃহবন্দি থাকার পর বুধবার তাকে মুক্তি দেয়া হয়।
বেনজির ভুট্টো হত্যা মামলাসহ চারটি মামলাতেই জামিন পেয়েছেন মুশাররফ।
মুশাররফের আইনজীবী ইলিয়াস সিদ্দিক বুধবার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
দুইদিন আগে লাল মসজিদের ইমাম আব্দুল রাশিদ গাজি হত্যার মামলায় এক লাখ রুপির দুইটি বন্ড জমা দেয়ার পর জামিন পেয়েছেন মুশাররফ।
৭০ বছর বয়সী এই সাবেক স্বৈরশাসক ইসলামাবাদের বাইরের একটি খামারবাড়িতে গৃহবন্দি অবস্থায় ছিলেন। আদালত ওই খামারবাড়িকে সাব-জেল ঘোষণা করেছিল। শিগগিরই ওই খামারবাড়ি থেকে সাব-জেল প্রত্যাহার করে নোটিশ দেয়া হবে বলে মুশাররফের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র জানিয়েছেন।
মুশাররফ সেখানে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।
মুশাররফের মুক্তি কোনো চুক্তির অংশ নয় বলে তার আইনি সহায়তা দলের সিনিয়র সদস্য আহমেদ রাজা কাসুরি জানিয়েছেন। সূত্র: পিটিআই।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)