দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে মাহবুবুর রহমান।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার বিকেলে জাতীয় কল্যাণ পার্টির উদ্যোগে ‘শহীদের রক্তের ঋণ ও আমাদের প্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে একসঙ্গে সেনাবাহিনীর এত অফিসার মৃত্যুবরণ করেছেন। এ হত্যাকাণ্ডে যারা জড়িত আমরা তাদের কাঠগড়ায় দেখতে চাই।’

মাহবুবুর রহমান আরও বলেন, ‘যারা অপরাধ করে তারা সবসময়ই কোনো না কোনো প্রমাণ রেখে যায়। আমরা জানি যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পদচিহ্ন রেখে গেছেন। কিন্তু এর পরেও আমরা তাদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি।’

তিনি বলেন, ‘যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মানবতাবিরোধী। এ মানবতাবিরোধীরা ক্ষমা পাওয়ার অযোগ্য।’

আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/একে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)