দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস অফিসের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের ৩জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জাসাস সূত্র জানায়, সকাল ১০টার দিকে জাসাসের পদবঞ্চিত নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলায় অবস্থিত জাসাস অফিসে তালা লাগিয়ে দেয়। এর এক ঘণ্টা পর সংগঠনের ঘোষিত মহানগর নেতাকর্মীরা তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। এই সংবাদ পেয়ে সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা পূনরায় কার্যালয়ে গিয়ে মহানগর নেতাকর্মীদের জাসাস কার্যাল থেকে বের করে দেন।

এ সময়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মহানগর জাসাসের ৩জন নেতা আহত হন বলে জানা গেছে।

এদিকে গত শনিবার রাতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার অফিসে তালা লাগিয়েছিলেন পদবঞ্চিতরা।

জাসাসের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯ জানুয়ারি ৩০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণার করার পর সাড়ে তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই পদবঞ্চিতদেরকে নতুন কমিটিতে স্থান দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কার্যালয়ে তালা লাগানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নয়াপল্টনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/মে ০৮, ২০১৭)