নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বুলবুলী বেগম (২৮) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় দুলাল ও তার শ্যালক জিয়াউল নামের দুজন আহত হয়েছেন। আহত দুজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
বুলবুলী জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই এলাকার দুলাল হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির এক ঘরে ঘুমিয়ে থাকা বুলবুলী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন নিহতের স্বামী ও ভাই। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে বাড়িতে রক্ষিত টাকা, ধান, চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
(দ্য রিপোর্ট/এএএম/এমএইচও/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)