ফ্রেইট ফরওয়ার্ডের ফরেন কারেন্সি অ্যাক্যাউন্ট চালুর নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : ফ্রেইট ফরওয়ার্ডিংয়ের জন্য ফরেন কারেন্সি অ্যাক্যাউন্ট চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ফরেন এক্সচেঞ্জ ডিলারদের এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বর্তমানে কার্গোতে ফব(ফ্রি অন বোর্ড) আমাদানি, রফতানির জন্য লাইসেন্সপ্রাপ্ত ফ্রেইট ফরোয়ার্ডাররা বৈদেশিক মুদ্রা লেনদেন করছে। এই লেনদেন প্রক্রিয়া আরও সহজতর করতে ফ্রেইট ফরোয়ার্ডারারা অনুমোদিত ডিলারদের মাধ্যমে ডলার অথবা পরিবর্তনযোগ্য মুদ্রার মাধ্যমে কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবে। এক্ষেত্রে ডিলারদের অ্যাকাউন্ট চালুর বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, শিপিং লাইন, এয়ারলাইন্স ফব আমদানিকারকদের লাইসেন্সপ্রাপ্ত ফ্রেইট ফরোয়ার্ডারদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্রেইট ফরোয়ার্ডারদের প্রতিমাসে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে।
(দ্য রিপোর্ট/এএইচ/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)