দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাসময়ে আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৫ কোম্পারি প্রত্যেক পরিচালককে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র পরিচালকরা এই শাস্তির বাইরে থাকবেন। কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হল- মেটালেক্স কর্পোরেশন, রাসপিট বাংলাদেশ, বায়োনিক সী ফুড এক্সপোর্টস, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ এবং মিতা টেক্সটাইলস লিমিটেড।

মেটালেক্স কর্পোরেশন, রাসপিট বাংলাদেশ, খাজা মোসাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ এবং মিতা টেক্সটাইলস লিমিটেড ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। আর বায়োনিক সী ফুড এক্সপোর্টস ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ১২ লঙ্ঘন করেছে।

এদিকে মেটালেক্স কর্পোরেশন, রাসপিট বাংলাদেশ, খাজা মোজাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ এবং মিতা টেক্সটাইলস লিমিটেড ২০১৫-১৬ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। আর বায়োনিক সী ফুড এক্সপোর্টস ২০১৫ সালের ১ম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ১৫) আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/এডমিন/০৩-৩১ লঙ্ঘন করেছে।

উল্লেখিত আইন ভঙ্গের কারণ কোম্পানিগুলোর পরিচালকদের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/মে ০৯, ২০১৭)