চট্টগ্রামে আইসক্রিম কারখানায় অভিযান
মালিককে ১ মাসের কারাদণ্ড, অর্ধলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম অফিস : সীতাকুণ্ডে আইসক্রিম কারখানায় অভিযানে চালিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে আইসক্রীম তৈরীর অভিযোগে কারখানা মালিককে ১ মাসের কারাদন্ড এবং অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(৯ মে) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিন ইদিলপুর এলাকায় রূপালী আইসক্রীম ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি জানিয়েছেন, অভিযানকালে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ঘনচিনি, সাইট্রিক এসিড, কাপড়ের রঙ, এরারুট, বিভিন্ন রং ব্যবহার করে চকবার, কুলফি, লেমন কোকোনাট আইসক্রিম বানানো হচ্ছিল। ক্ষতিকর ঘনচিনির ব্যবহার করে তৈরী করা হচ্ছিল চকবার, ললিপপ, কোকোনাট আইসক্রিম।
পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪২ এবং ৪৫ ধারা লংঘনের অভিযোগে ১ মাসের কারাদন্ড সঙ্গে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দেন।
অভিযানকালে মালিককে ক্ষতিকর উপাদান ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, তার ২টা মেশিনের একটা নিজে ব্যবহার করেন অপরটা কবীর নামের আরেকজনকে ভাড়া দিয়েছেন।
একই কারখানার অপর পার্টনার মো. কবির জানিয়েছেন, তিনি ছয় মাসের জন্য মেশিন ভাড়া নিয়েছেন।
এদিকে, ক্ষতিকর ঘনচিনি, কাপড়ের রঙ ব্যবহারের জন্য তাকেও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
(দ্য রিপোর্ট/এজে/মে ০৯, ২০১৭)