শিক্ষার্থীদের তোপের মুখে জবি উপাচার্য
জবি প্রতিবেদক : হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের গাড়ি সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে উপাচার্য তার গাড়ি নিয়ে ক্যাম্পাস ত্যাগ করার উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে তার গাড়ি অবরোধ করে রাখে। হলের দাবিতে তারা গাড়ির সামনে শুয়ে পড়ে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র নেতৃবৃন্দ এসে তাদের শান্ত করলে উপাচার্য ক্যাম্পাস ত্যাগ করেন।
(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)