বেগমগঞ্জে পুলিশ-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
নোয়াখালী প্রতিনিধি : জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে পুলিশ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে এক শিবিরকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিবিরকর্মী ফিরোজকে (২৪) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর শিবিরকর্মী দিদার (২৩) ও শিপনকে (২৪) গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য রিপোর্টকে জানান, গ্রেফতারের পর ফিরোজ পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয়। গুলিবিদ্ধ ফিরোজকে চিকিৎসার জন্য পুলিশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
থানা সূত্র ও এলাকাবাসী জানান, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের শামছুল হকের ছেলে শিবিরকর্মী ফিরোজের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। দুপুরে বাংলাবাজার সংলগ্ন রাজগঞ্জ ইউনিয়নের ফিরোজসহ অপর দুজন একটি বিয়ের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাংলাবাজার এলে পূর্ব থেকে পুলিশ ফিরোজকে গ্রেফতার করতে ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকে। মোটরসাইকেলযোগে তারা ঘটনাস্থলে এলে পুলিশ ফিরোজকে গ্রেফতার করতে গেলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশের গুলিতে ফিরোজ আহত হন। তাৎক্ষণিকভাবে অপর দুজনের নাম জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এইউএম/এমএইচও/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)