চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ মে) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সোহেল খান (২৬)। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সেহাংগল গ্রামের মো. শাহ আলম খানের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহাম্মদ পাঠান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় সকাল সোয়া ১০ টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী ট্রাক (চট্ট মেট্রো ট-০২-০৬১০) সোহেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোহেল সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। সোহেল শীতলপুরস্থ আবুল খায়ের স্টিল মিলের স্কেলেভেটর চালক বলে জানান তার ছোট ভাই রুবেল খান।
(দ্য রিপোর্ট/এম/মে ১০, ২০১৭)