দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের চলতি বছরের ১ম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪০ শতাংশ। ২০১৬ সালের একই সময়ের তুলনায় এ ইপিএস বেড়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ০.৬০ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ৪০ শতাংশ।

প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ১৩.০৮ টাকা। যা ২০১৬ সালের একই সময়ে হয়েছিল ঋণাত্মক ১.৯৬ টাকা।

চলতি বছরের ৩১ মার্চ কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯৭ টাকা।

উল্লেখ্য বুধবার (১০ মে) ঢাকা ব্যাংকের শেয়ার দর দাঁড়িয়েছে ১৮.৮০ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/মে ১১, ২০১৭)