জবির শিক্ষক-ছাত্র প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
জবি প্রতিবেদক : হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে সভায় বসেন শিক্ষামন্ত্রী।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস ও সাধারণ সম্পাদক পরিমল বালাসহ সমিতির সদস্যরা সভায় উপস্থিত রয়েছেন।
এদিকে, রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।সভায় অংশ নিতে ইতোমধ্যে ক্যাম্পাস ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা।
প্রতিনিধি দলের সদস্য ও জবি সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন বলেন,‘উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতেই এ সভা আহ্বান করা হয়েছে।’
এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফোরাম ও সাংবাদিক সমিতি। এ ঘটনায় সংহতি প্রকাশ করতে সাংবাদিক সমিতির আনন্দ ভ্রমণ বাতিল করা হয়েছে।
দ্য রিপোর্ট/এলআরএস/একে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪