টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরের বৈলতৈলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য রাকিব হাসানের মৃতদেহ তার পিতা আবদুস সোবহানের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

তার মৃতদেহ ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হস্তান্তর করা হয়।

এর আগে দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে বন্দুকযুদ্ধে নিহত রাকিব হাসানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের সদস্যরা হলেন- টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম, আফরাফ হোসেন ও পুলিশ হাসপাতালের ডা. প্রফুল্লকুমার সাহা। পরে তার মৃতদেহ জামালপুরের মেলান্দহ থানার বেলতৈল গ্রামে নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এসকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)