তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্য কমিশনের সম্মেলন কক্ষে ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার অষ্টম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় দৈনিক ও অনলাইনের ৪৪ জন সাব এডিটর অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, তথ্য কমিশনের সচিব মোহাম্মদ ফরহাদ হোসেন, পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) মো. সাইফুল্লাহিল আজম ও সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সম্পর্কে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন- তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সাংবাদিকদের অধিকতর সচেতন করে তোলা, তথ্য কমিশনের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দুই পর্বের প্রশিক্ষণ অনুষ্ঠানে তথ্য কমিশনের বিচারিক কার্যক্রমসহ তথ্য অধিকার আইনের ৩৭টি ধারার বিশদ ব্যাখ্যা দেওয়া হয়। দ্বিতীয় পর্বে সাংবাদিকরা মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
(দ্য রিপোর্ট/এএস/এপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)