কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে লালু প্রসাদের আরজেডি’তে ভাঙন ধরেছে। দল থেকে সোমবার পদত্যাগ করেছেন ১৩ জন বিধায়ক। তবে সন্ধ্যার পরই ছয় বিধায়ক আবার দলে ফিরে এসেছেন।

বিধানসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে আরজেডি ছাড়ার কথা জানান ওই বিধায়করা।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, পদত্যাগীরা নীতিশ কুমারের দল জেডিইউ’তে যোগ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, বিহার বিধানসভায় আরজেডি’র মোট ২২ জন বিধায়ক আছেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)