বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে দুর্বৃত্তদের গুলি ও বোমায় শার্শা উপজেলার লক্ষণপুর ইউপি চেয়ারম্যানসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- শার্শা উপজেলার লক্ষণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুঁইয়া, যুবলীগ নেতা আশানুর রহমান, পথচারী শাহাদত হোসেন ও শহিদুল ইসলাম। আহতদের মধ্যে আশানুরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদশীরা জানান, কামাল হোসেন ভুঁইয়া ও আশানুর রহমান বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাহাদুরপুর জাগো সমাজ কল্যাণ সংস্থার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও ৫-৭টি হাতবোমা নিক্ষেপ করে। এতে কামাল হোসেনের পায়ে, আশানুর রহমানের বুকে ও পথচারী শাহাদত হোসেন ও শহিদুল ইসলামের পায়ে গুলি বিদ্ধ হয়। এ সময় কামাল ও আশানুর জীবন বাঁচাতে দৌড় দিলে দুর্বৃত্তরা তাদের দুই জনকে কুপিয়ে পালিয়ে যায়।

এদিকে গুলি ও বোমার বিকট শব্দে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। বাজারে থাকা লোকজন নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করতে থাকে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে খবর পেয়ে আওয়ামী লীগের শার্শা উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম মঞ্জু, সহসভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুব লীগের সভাপতি অহেদুজ্জামান. সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন।

রাত সাড়ে ১০টা সময় এ ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগ বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

অন্য একটি সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের আভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনো থানায় কোন মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/ জেএইচ/ এমডি/ ফেব্রুয়ারি ২৫, ২০১৪)