কলকাতা প্রতিনিধি : একটা চিতাবাঘের ভয়ে দিল্লি থেকে মাত্র দু’ঘণ্টা পথের দূরত্বের এক শহরে বন্ধ হয়ে গেছে সকল স্কুল-কলেজ। শুধু তাই নয়, চিতাটির খোঁজে অভিযানে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা।

ভারতের উত্তরপ্রদেশের মীরাট শহরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার সকালে মীরাটের একটি বাজারে প্রথম চিতাটিকে দেখা যায়। চিতাটি দু’জনের ওপর আক্রমণ করলে ওই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় লোকজন দিগ্বিদিক হয়ে ছোটাছুটি শুরু করলে বাজারে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করে। এর পরই দেশটির সেনাবাহিনী চিতাটির খোঁজে অভিযানে নামে।

এ ছাড়া চিতাটিকে ধরতে দিল্লি ও রাজস্থান থেকে বিশেষজ্ঞ দলও আনা হয়েছে।

মীরাটের ক্যান্টনমেন্ট অঞ্চলের অধিবাসীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দরজা বন্ধ করে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। বন দফতরের পক্ষ থেকে ওই অঞ্চলের সকল স্কুল, কলেজ ও দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চিতাটির আক্রমণে একজন ফটোগ্রাফারসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ফাঁকা গুলিছুড়লে চিতাটি দালানের ছাদ দিয়ে লাফিয়ে স্থানীয় এক হাসপাতালের ওয়ার্ডে ঢুকে পড়ে। হাসপাতালের কর্মচারীরা দ্রুত পাঁচজন রোগীকে বের করে ওয়ার্ডের মধ্যে চিতাটিকে আটকে ফেলে। কিন্তু চিতাটি ওয়ার্ডের জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)