‘পুলিশের ধাক্কায়’ বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা, ব্রিকফিল্ড রোডে (সিএন্ডবি কলোনীর মুখে) বিদ্যুৎম্পৃষ্ট হয়ে মো. রাসেল (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি পুলিশ রাসেলকে ধাক্কা দিলে সে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের নির্দেশে দোকান ঘর সরিয়ে নেওয়ার সময় রাসেল বিদ্যুৎ তারে জড়িয়ে মারা গেছে।
নিহত রাসেল বাবার নাম আমীর হোসেন। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। আমীর হোসেন পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বসবাস করে আসছেন।
নিহত রাসেলের বড় ভাই রানা বলেন, রাস্তার পাশে আমাদের একটি ছোট মুদির দোকান আছে। স্থানীয় এক প্রতিবেশীর অভিযোগের পর পুলিশ আমাদের দোকান সরিয়ে নিতে বলে। সোমবার রাতে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সময় সিএন্ডবি কলোনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক এসে আমার বাবা এবং ভাইকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে আমার ছোট ভাই রাসেলের সাথে তর্কবিতর্ককালে এসআই ফারুক আমার ভাইকে ধাক্কা দিলে সে বিদ্যুতের তারে উপর গিয়ে পড়ে। গুরুতর আহতবস্থায় পুলিশ তাদের গাড়িতে করেই আমার ভাইকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
রানা বলেন, এ হত্যাকাণ্ডের বিচার চাই।
কোতোয়ালী ওসি জসিম উদ্দিন বলেন, রাস্তার পাশে দোকান বসানোর কারণে এলাকার বখাটে ছেলেরা সেখানে আড্ডা দিয়ে, মেয়েদের ইভটিজিং এবং মাদকদ্রব্য বেচাকেনা করতো। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দোকানটা সরিয়ে নিতে বলছিল পুলিশ। তবে ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না বলে দাবি করেন ওসি জসিম।
(দ্য রিপোর্ট/এআরই/এনআই/মে ১৬, ২০১৭)