গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে খুন হয়েছেন ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ । নিহত মিনারা বেগম (২৬) কাপাসিয়া বাজারের হোটেল ব্যবসায়ী আবু হানিফার দ্বিতীয় স্ত্রী। তার সাড়ে তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, কাপাসিয়া বাজারে মায়ের দোয়া হোটেলের মালিক আবু হানিফা দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে উপজেলার বানার হাওলা গ্রামে বসবাস করে আসছেন। হানিফার দুই স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-কলহ লেগে থাকত বলে পারিবারিক সূত্রে জানা যায়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ৩-৪ জন অজ্ঞাত লোক হানিফার দ্বিতীয় স্ত্রী মিনারার ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কোপায়। মিনারার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সময় মিনারার স্বামী হানিফা বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

আবু হানিফা জানান, ‘বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। খবর পেয়ে দ্রুত বাসায় এসে দেখি, কারা যেন আমার স্ত্রীকে হত্যা করেছে।’

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দুই সতিনের ঝগড়ার কারণে হয়তো হত্যার ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হানিফা এবং তার প্রথম স্ত্রী রাহিমাকে আটক করা হয়েছে। পুলিশ রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমআরএফ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)