দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল মার্কিন সামরিক বাহিনী সংকোচনের পরিকল্পনা করেছেন। নতুন বাজেট পরিকল্পনার খসড়া উপস্থাপন করে পেন্টাগন প্রধান জানান, বর্তমানে সক্রিয় ৫ লাখ ২০ হাজার মার্কিন সেনা থেকে ৪ লাখ ৪০ হাজার বা ৪ লাখ ৫০ হাজারে কমিয়ে আনা হবে।

স্নায়ুযুদ্ধের সময়কার ইউ-টু গোয়েন্দা বিমান ও এ-টেন জঙ্গি বিমানও তুলে নেওয়া হবে। সেনাবাহিনীর বেতন-ভাতা পরিবর্তনেরও পরিকল্পনা করেছে পেন্টাগন। হেগেল হাউজিং ভাতা কমানো, বেতন-ভাতা সীমিতকরণ ও স্বাস্থ্যখাতে অর্থ বাড়ানোর সুপারিশ করেছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনীর সদস্য এত কমিয়ে আনা হচ্ছে।

হেগেল সোমবার পেন্টাগনে বলেন, এটা বাস্তবতার সময়। এই বাজেটে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জের গুরুত্বই প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের মধ্যে প্রশাসন দেশের মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি বন্ধেরও সুপারিশ করেছে। তবে এ ধরনের কয়েকটি প্রস্তাব কংগ্রেসে বাতিলও করা হয়েছে।

দুটি ব্যয়বহুল যুদ্ধের পর সেনাবাহিনী সংকোচন নিয়ে চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র।

তবে হেগেলের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমতি লাগবে। কংগ্রেস চাইলে এই পরিকল্পনার রদবদলও করতে পারে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)