লিবিয়ায় ৭ মিসরীয় খ্রিস্টানকে হত্যা
দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র উপকূল থেকে ৭ মিসরীয় খ্রিস্টানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজ অ্যাপার্টমেন্ট থেকে তাদের অপহরণ করার পর হত্যা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেনগাজির পশ্চিমাঞ্চল থেকে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ওই অঞ্চলে প্রায়ই গুপ্তহত্যা, অপহরণ ও গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। সেখানে ইসলামপন্থী অস্ত্রধারীরা সক্রিয় বলেও জানান তিনি।
তিনি বলেন, নিহতদের মাথায় গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার স্টাইলে হত্যা করা হয়েছে। তবে কারা তাদের হত্যা করেছে, তা জানা যায়নি বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা ও নাম প্রকাশ না করার শর্তে একজন মিসরীয় শ্রমিক জানান, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বেনগাজির একটি ভবনে ঢুকে প্রতিটি অ্যাপার্টমেন্টে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে- তারা খ্রিস্টান না মুসলিম? এরপর খ্রিস্টানদের ধরে নিয়ে যায় তারা।
নিরাপত্তা বাহিনীর সূত্রও নিশ্চিত করেছে, নিহতরা খ্রিস্টান। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তারা।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। গত মাসে রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে ওই সমুদ্রতীর থেকে ১০০ কিলোমিটার দূরে আরেকটি সমুদ্র উপকূলে একজন ব্রিটিশ পুরুষ ও নিউজিল্যান্ডের একজন নারীকে একই ভাবে হত্যা করা হয়।
লিবিয়ার পশ্চিমাঞ্চলে উগ্রবাদী ইসলামপন্থী দল আনসার আল-শারিয়া সক্রিয়। আনসার আল-শারিয়ার বেনগাজি শাখা ওয়াশিংটনের বিদেশি সন্ত্রাসী দলের তালিকাভুক্ত। ২০১২ সালের বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার জন্য তাদের দায়ী করা হয়। (সূত্র : রয়টার্স)
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)