পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৭
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মঙ্গলবার তালেবানের গোপন ঘাঁটির ওপর দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৫ জন ও উত্তর ওয়াজিরিস্তানে ১২ জন নিহত হয়েছেন।
তবে এ হামলায় কয়জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, তা জানা যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উত্তর ওয়াজিরিস্তান ও দক্ষিণ ওয়াজিরিস্তানের মধ্যবর্তী এলাকায় তালেবান একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল। সেখানে তারা আত্মঘাতী হামলার প্রস্তুতিও নিত।
উত্তর ওয়াজিরিস্তানের সাওয়াল উপত্যকা ও দত্তখেল এলাকায়ও তালেবান প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় সেনাবাহিনী।
চলতি মাসে যুদ্ধবিরতির লক্ষ্যে তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা শুরু হওয়ার পর ওই এলাকায় বিমান হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
সম্প্রতি বিমান হামলার কারণে উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী বান্নু, কোহাত ও পেশোয়ারে আশ্রয় নিচ্ছেন। সূত্র : রয়টার্স।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)