বরিশালে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সোনিয়া
বরিশাল অফিস : নগরীর রসুলপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শিশু সোনিয়া। কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার সকাল ৯টায় খবর পেয়ে সোনিয়া আক্তারকে (১০) উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর জাতীয় মহিলা আইনজীবী সমিতি থানা থেকে সোনিয়াকে তাদের জিম্মায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার এএসআই কবির জানান, পটুয়াখালী জেলার জামাল হোসেনের (৩৫) সঙ্গে শিশু সোনিয়ার বিয়ে হচ্ছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে উদ্ধার করেন। এ সময় সোনিয়ার বাবা সোবাহান প্যাদাকে আটক করলেও বর জামাল হোসেন পালিয়ে যায়।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রহমান জানান, তাদের সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী গিয়ে শিশুটিকে তাদের বরিশাল অফিসে নিয়ে আসেন। সোনিয়াকে ঢাকায় তাদের শেল্টার হোমে নেওয়া হবে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/জেএম/শাহ/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)