দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় পর্তূগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে দারুণ জয় পেয়েছে রিয়াল মদ্রিদ। বুধবার ৪-১ গোলে তারা হারিয়েছে সেল্টাভিগোকে।

এই জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রিয়াল। আর এতেই রোনালদোর মূল্যায়ণ করেছেন দলটির কোচ জিনেদিন জিদান। তার মতে, এই সময়ে দুর্দান্ত ফর্মে আছে দলটির এই তারকা।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সে দারুণ অবস্থায় আছে এখানে সে এটা আবারও দেখিয়েছে। সে তার খেলায় বড় ধরনের একটি পরিবর্তন এনেছে। রক্ষণ নিয়েও সে কঠোর পরিশ্রম করেছে। সে যেভাবে খেলছে, তা থেকে আপনি বলতে পারেন, সে খুব ভালো ফর্মে আছে।’

সবশেষ ৮ ম্যাচে রোনালদোর গোল করেছেন ১৩টি। আর এবার সেল্টাভিগোর বিপক্ষে এদিন প্রথম গোল করেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভেঙেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

উল্লেখ্য, আসরে ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৯০। আর বার্সেলোনার ৮৭। ২০১২ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে এখন আর ১ পয়েন্ট দরকার রিয়ালের।

(দ্য রিপোর্ট/এজে/মে ১৮, ২০১৭)