দ্য রিপোর্ট প্রতিবেদক : রমজানে ব্যাংকে লেনদেন সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সাকুর্লারে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত অফিস সময়সূচি থাকবে। এরমধ্যে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে বিরতির সময়ও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত থাকবে।

রমজানের পর অফিস ও লেনদেনসূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/মে ১৮, ২০১৭)