ঝিনাইদহ প্রতিনিধি : ‘বীজ, সার, সেচ ও যত্ন, এই চার মিলে রত্ন’- এ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রাঙ্গণে সোমবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে কৃষিপণ্যসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি স্থান পায়।

এ উপলক্ষে সোমবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওয়াহেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ আকরামুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জয়নুল আবেদীন।

মেলায় কৃষাণ-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ মেলা চলবে বুধবার পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)