কয়েদি ছিনতাই : গাজীপুরের ৩ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মীর মোহাম্মদ ফারুক, গাজীপুর : ময়মনসিংহের ত্রিশাল থেকে মৃতুদণ্ডপ্রাপ্ত জেএমবির তিন সদস্য ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর জেলা পুলিশের নিম্নপদের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) সাইদুল করিমকে ক্লোজড ও ফোর্স সুবেদার আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার বরখাস্ত করা হয় গাজীপুর পুলিশ লাইন্সের হাবিলদার আইয়ুব আলীকে। জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া হাবিলদার আইয়ুব আলী ঘটনার আগের দিন শনিবার কর্মস্থলে যোগদান করেন।
এদিকে, সোমবার সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পলিশ সুপার আব্দুল বাতেনসহ গাজীপুর জেলা পুলিশের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না এবং সভার বিস্তারিতও তাদের জানানো হয়নি।
শূন্য রয়েছে এসআইয়ের ৭টি পদ
জেলা পুলিশ অফিস সূত্রে জানা যায়, গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) ৭টি উপ-পরিদর্শকের (এসআই) পদ রয়েছে। তবে অনেক দিন ধরেই সবকটি পদই শূন্য পড়ে আছে। একজন শিক্ষানবিস উপ-পরিদর্শক (পিএসআই) নিয়ন্ত্রণ করছেন এই বিশেষ শাখাটি! অথচ পুলিশের নিয়মানুযায়ী কোনো পিএসআই ডিএসবিতে কাজ করতে পারবেন না।
জানা গেছে, গত এক বছরে যে সকল এসআই ডিএসবিতে বদলি হয়েছেন, তারা যোগদানের সঙ্গে সঙ্গেই রহস্যজনক কারণে অন্যত্র চলে গেছেন।
প্রসঙ্গত, কয়েদিদের কারাগারের বাইরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের মধ্যে প্রধান হলো জেলা বিশেষ শাখা।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, কয়েদি যতক্ষণ কারাগারের বাইরে থাকে ততক্ষণ পুলিশের বিশেষ শাখার নিয়ন্ত্রণে থাকে। ওই সময় বিশেষ শাখার নেতৃত্বে পোশাকধারী পুলিশ কয়েদির নিরাপত্তা নিশ্চিত করে। সাদা পেশাকে ডিএসবি আর পোশাকধারী জেলা পুলিশ কয়েদির বাইরের দায়িত্ব পালন করে। এই অবস্থায় গাজীপুর জেলা বিশেষ শাখা বা ডিএসবিতে অনেক দিন ধরে এসআইয়ের সকল পদ শূন্য থাকায় ডিএসবি কীভাবে দায়িত্ব পালন করছে, সে বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এ বিষয়টা নিয়ে পরে কথা বলি। আমরা এখন জঙ্গিদের ধরা নিয়ে ব্যস্ত আছি।’
(দ্য রিপোর্ট/এমএমএফ/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)