চট্টগ্রামে দুদকের মামলায় কাস্টমস কর্মকর্তা গ্রেফতার
চট্টগ্রাম অফিস : আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় চট্টগ্রামে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মুমিন মজুমদারকে গ্রেফতার করেছে দুদক।
শুক্রবার (১৯ মে) সকালে নগরীর আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, কুমিল্লার একটি মামলায় দুদক একজন কাস্টমস কর্মকর্তাকে আটক করে ডবলমুরিং থানায় এনেছে। আমি এ মুহূর্তে বাইরে আছি তাই বিস্তারিত বলতে পারছি না।
চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন জানান, ১২ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এবং ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কাস্টমস কর্মকর্তা আব্দুল মমিন মজুমদারের বিরুদ্ধে কুমিল্লার মডেল থানায় দায়ের করা মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, মমিন মজুমদারের আরও অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর এ মামলার বাদি। একই মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। তার স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ১৯, ২০১৭)